ব্লগ নিয়ে ঘাটাঘাটি করা হল একটা বড় ধরণের নেশা । এবং এটা খুবই চরম একটা নেশা । বাট আমি এটাকে খারাপ নেশা বলিনা । এটা বরংচ ভাল । তবে আরও ভাল যদি হয় এটা প্রোগ্রামিং সম্পর্কিত। তাহলেতো কোন কথাই নেই।মার ছক্কা।
আমার কিন্তু একটা মুধ্রাঁ দোষ আছে । ভাল কিছু দেখলে ওইটা আমারও করতে মন চায় । এই ঘাটাঘাটি করতে করতে আমার ইচ্ছা হল ঘুতুঁঘুতি করার,কান টানলেতো মাথা আসবেই... :) । ঘুতুঁঘুতি মানে হল আমার নিজের ও ব্লজ্ঞিং করা। এটা আবার প্রোগ্রামিং নিয়ে। বাছ্ , শুরু হয়ে গেল ব্লজ্ঞিং । যদিও এটা আমি শুরু করেছিলাম প্রায় দেড় বছর আগে, কিন্তু এতদিন ঠিকঠাক সুযোগ হয়নি । আরও বড় হল আলসতা করেছি । কিন্তু আর না । এবার গুরু , করলাম শুরু।
" আমার এই ব্লগের মূল লক্ষ হল আমার সমমানের প্রোগ্রামার এবং আমার থেকেও নবিন প্রোগ্রামারদের প্রোগ্রামিং দক্ষতাকে বাড়িয়ে তোলা, পরস্পর সহযোগিতার মাধ্যমে।"
বলতে হয়-->
I'll share solutions of some easy UVA Problems as if the beginner can learn & improve their method of problem solving.
Also sometimes interesting problems too.
আমার কিন্তু একটা মুধ্রাঁ দোষ আছে । ভাল কিছু দেখলে ওইটা আমারও করতে মন চায় । এই ঘাটাঘাটি করতে করতে আমার ইচ্ছা হল ঘুতুঁঘুতি করার,কান টানলেতো মাথা আসবেই... :) । ঘুতুঁঘুতি মানে হল আমার নিজের ও ব্লজ্ঞিং করা। এটা আবার প্রোগ্রামিং নিয়ে। বাছ্ , শুরু হয়ে গেল ব্লজ্ঞিং । যদিও এটা আমি শুরু করেছিলাম প্রায় দেড় বছর আগে, কিন্তু এতদিন ঠিকঠাক সুযোগ হয়নি । আরও বড় হল আলসতা করেছি । কিন্তু আর না । এবার গুরু , করলাম শুরু।
" আমার এই ব্লগের মূল লক্ষ হল আমার সমমানের প্রোগ্রামার এবং আমার থেকেও নবিন প্রোগ্রামারদের প্রোগ্রামিং দক্ষতাকে বাড়িয়ে তোলা, পরস্পর সহযোগিতার মাধ্যমে।"
বলতে হয়-->
- যারা আমার সমমানের-চল আমরা সবাই একসাথে রেস শুরু করি এবং এগিয়ে চলি,তবে কার আগে কে যাবে ।
- আর যারা একটু নিচে- অবশ্যই আমাদের তাড়া করতে হবে । দেখি প্রোগ্রামিং বোল্ট্ হতে পারো কিনা....:)। পারলে আমার পক্ষ থেকে একটা " বাহ্বা" । একটু কম হয়ে গেল মনে হয়। যাও একটা ধন্যবাদ ও দিলাম । আর না পারলে ......:(।
- আর যারা আমার মানে আমাদের থেকেও উচ্চমানের এবং দক্ষ প্রোগ্রামার- ভাইজানেরা, আপনাদের মূল্যবান পরামর্শ এবং আপনাদের জানা বিষয় গুলো ( কমপক্ষে কিছু হলেও) বিনিময়ের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
I'll share solutions of some easy UVA Problems as if the beginner can learn & improve their method of problem solving.
Also sometimes interesting problems too.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.